পূজা দেখতে গিয়ে নিখোঁজ কিশোরের সন্ধান মেলেনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১১:৫৮ এএম, ০২ অক্টোবর ২০১৭

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর এলাকার নুর ইসলামের ছেলে আব্দুর রব (১২) গত ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার।

গত শুক্রবার বেলা সাড়ে ১১টায় পূজা দেখার কথা বলে বাড়ি থেকে বের হয় আব্দুর রব। এরপর থেকেই সে নিখোঁজ। নিখোঁজ আব্দুর রব বংশীপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

আব্দুর রবের দাদি ফরিদা পারভীন জাগো নিউজকে বলেন, পূজা দেখার কথা বলে আব্দুর রব বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বজন ও বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে কোনো সন্ধান মেলেনি। তবে ঘটনাটি এখনও থানায় জানানো হয়নি।

শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান জাগো নিউজকে বলেন, ঘটনাটি আমার জানা নেই। এ বিষয়ে এখনও থানায় অভিযোগ করেনি কেউ।

এদিকে, নিখোঁজ আব্দুর রবের সন্ধান পেলে (০১৭৯৬৩১৪১০৪) এই নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন তার পরিবার।

আকরামুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।