ফুলবাড়ীতে তেল–গ্যাস রক্ষা কমিটির বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১১:৪০ এএম, ১১ অক্টোবর ২০১৭

ফুলবাড়ীবাসীর সঙ্গে সম্পাদিত ৬ দফা চুক্তি বাস্তবায়ন ও আন্দোলকারী নেতৃবৃন্দের নামে দায়ের করা দুটি মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখা।

বুধবার বেলা ১১টার দিকে স্থানীয় নিমতল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয। মিছিল শেষে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক হামিদুল্লহ ও সদস্য সচিব জয় প্রকাশ গুপ্ত স্বাক্ষরিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার আব্দুস ছালাম চৌধুরীর হাতে প্রদান করেন ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল।

এ সময় সদস্য সচিব জয় প্রকাশ গুপ্ত, ফুলবাড়ী শাখার যুগ্ম আহ্বায়ক হামিদুল হক, ফুলবাড়ী শাখার অন্যতম নেতা এম এ কাইয়ুম, সঞ্জিব কুমার জিতু, শফিকুল ইসলাম শিকদার মোশারলফ হোসেন বাবুসহ অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ২০০৬ সালে ২৬ আগস্ট উন্মুক্ত পদ্ধতিতে খনি বাস্তবায়নের বিরুদ্ধে ও উন্মুক্ত পদ্ধতিতে খনি বাস্তবায়নের প্রস্তাবকারী একটি বহুজাতিক কোম্পানি এশিয়া এনার্জির অফিস ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহীনির গুলিতে আমিন, তরিকুল ও সালেকিন নামে তিন যুবক নিহত হন। একই ঘটনায় আহত হনে আরও কয়েকশ সাধারণ মানুষ। এই ঘটনার পর তৎকালীন সরকার ফুলবাড়ীবাসীর সঙ্গে ছয় দফা একটি সমঝোতা চুক্তি করে।

এমদাদুল হক মিলন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।