বাসের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারের তিনজন নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১০:৪৭ এএম, ২০ অক্টোবর ২০১৭

দিনাজপুরের কাহারোল উপজেলায় নাবিল পরিবহনের সঙ্গে একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে কাহারোল উপজেলার ১১ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর থেকে একটি প্রাইভেটকার ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল এবং ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি কোচ দিনাজপুরের দিকে আসছিল। এ সময় কাহারোল উপজেলার ১১ মাইল নামক স্থানে প্রাইভেটকাটির সঙ্গে বাসটির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত হন। আহত অবস্থায় হাপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান।

Dinajpur-Road-Accdent-Death

কাহারোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইযুব আলী দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

এমদাদুল হক মিলন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।