ভৈরবে জুতা কারখানায় আগুন : কোটি টাকার ক্ষতি


প্রকাশিত: ০৯:৩২ এএম, ২৪ জুন ২০১৫
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে আগুনে জুতা তৈরির ১৪টি কারখানা পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুন নিভাতে গিয়ে আহত হয়েছেন ৫ জন। বুধবার সকালে ভৈরব পৌর এলাকার কমলপুরের হাজী ফুলমিয়া পাদুকা মার্কেটে ভয়াবহ‎ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিভাতে গিয়ে ৫ জন আহত হয়েছেন। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে একটি পাদুকা কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে তা আশেপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ভৈরবের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই ১৪টি কারখানা পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে ওই মার্কেটের রকেট সুজের মালিক বাচ্চু মিয়ার ৭টি, এবি সুজের মো. আব্দুল গাফফারে ৬টি ও শামীম সুজের মালিক শামীম মিয়ার একটি কারখানাসহ মোট ১৪টি পাদুকা কারখানা পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষ জানায়।

এদিকে আগুনের খরব পেয়ে শত শত মানুষ মার্কেটের সামনে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে ভিড় জমালে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের দুই পাশে ৫ কিলোমিটার রাস্তা জুড়ে দীর্ঘ যানজট দেখা দেয়। পরে র্যাব-পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

নূর মোহাম্মদ/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।