বিরামপুরে ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত ১১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৪ অক্টোবর ২০১৭

দিনাজপুরের বিরামপুর উপজেলার চৌঘুরিয়া গ্রামে আমন ধান কাটা নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে বিরামপুর উপজেলা কাটলা ইউনিয়নের চৌঘুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রিনা উরাও (৬০), আ. ছাত্তার (৪৭), অসিম উরাও (২৮), রশিদুল মণ্ডল (৩২), শেফালী (৩০) আবুল খায়ের (৪০), প্রণয় কুমার (৩২), সোহাগ (২৬), রেজাউল (৩৫), নরেশ তিগ্যা (৩৫) ও সৌরভ (১৫) হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম নিয়ে বিরামপুর হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্থানীয়রা জানায়, বিরামপুরের কাটলা ইউনিয়নের চৌঘরিয়া গ্রামের মাটিয়া উরাওয়ের মেয়ে রিনা উরাও মাঠের বিরোধীয় কৃষি জমিতে আমন ধান রোপন করেন।

মঙ্গলবার সকালে তিনি লোকজন নিয়ে জমির ধান কাটতে গেলে প্রতিপক্ষের বিনয় উরাওয়ের লোকজন বাধা দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বেলাল হোসেন বলেন, ঘটনা তদন্তে হাসপাতাল পরিদর্শন করেছি।

এমদাদুল হক মিলন/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।