রামগতিতে ঝড়ে গাছের চাপায় নারীর মৃত্যু


প্রকাশিত: ০১:৩২ পিএম, ২৫ জুন ২০১৫

লক্ষ্মীপুরের রামগতিতে ঝড়ে গাছের চাপায় রহিমা খাতুন ফখেরা (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চর রমিজ ইউনিয়নের চরগোসা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিমা ওই গ্রামের মোহাম্মদ হানিফের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য দিদার হোসেন জাগো নিউজকে জানান, ঘটনার সময় বৃষ্টি শুরু হলে রহিমা নিজের বসতঘরকে অনিরাপদ ভেবে পার্শ্ববর্তী মেয়ের বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় পথিমধ্যে একটি কড়ই গাছের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

এ ব্যাপারে রামগতির বড়খেড়ি নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, ঘটনাটি তিনি শুনেছেন।

কাজল কায়েস/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।