লংগদুতে কাপ্তাই হ্রদ থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার
রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদুতে অজ্ঞাতনামা এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা সদর ইউনিয়নের ফোরেরমুখ সাধুটিলা নামক এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে লংগদু থানা পুলিশ।
ওই ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড মেম্বর বেলাল হোসেন জাগো নিউজকে জানান, শুক্রবার দুপুরের দিকে স্থানীয়রা লেকের পাড়ে মৃতদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে খবর পেয়ে বিকেলে ভাসমান ওই মৃতদেহটি উদ্ধার করে লংগদু থানা পুলিশ।
লংগদু থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিভু রঞ্জন দে জানান, মৃতদেহটি লাল রঙের শাড়ি, ছায়া, ব্লাউজ, হাতে চুড়ি ও গলায় তাবিজ পরা অবস্থায় উদ্ধার করা হয়। বয়স আনুমানিক ২৫-২৬ হতে পারে। ধারণা করা হচ্ছে এটি অন্য এলাকা থেকে পানির স্রোতে ভেসে এসেছে।
তবে এখনও মরদেহের পরিচয় মেলেনি বলে লংগদু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালম জাগো নিউজকে জানান, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। শনিবার ময়নাতদন্তের জন্য মৃতদেহটি রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সুশীল প্রসাদ চাকমা/এমজেড/এমএস