বাঘাইছড়িতে চাঁদাবাজি করতে গিয়ে ১ জন আটক


প্রকাশিত: ১০:১৩ এএম, ২৭ জুন ২০১৫
প্রতীকী ছবি

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে অমর শান্তি চাকমা (২৮) নামে এক চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার দুপুরের দিকে উপজেলার বাঘাইহাটের ৯ কিলোমিটার এলাকা থেকে চাঁদা আদায়কালে তাকে আটক করে বাঘাইহাট জোনের সেনা সদ্যরা।

আটক অমর শান্তি চাকমা একই উপজেলার হাগলাছড়ি এলাকার বাসিন্দা নগেন্দ্র চাকমার ছেলে এবং জেএসএস সংস্কারপন্থী গ্রুপের সদস্য বলে জানিয়েছে সেনা সূত্রটি।

সূত্র জানায়, শনিবার সকালে অমর শান্তি চাকমা স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে পূর্ব নির্ধারিত চাঁদা আদায় করতে ওই এলাকায় অবস্থান করছেন, এমন গোপন সংবাদ পেয়ে বাঘাইহাট জোনের সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল অভিযানে নামে। পরিচালিত অভিযানে তাকে চাঁদা আদায়কালে হাতেনাতে আটক করেন সেনা সদস্যরা। আটক অমর শান্তি চাকমার কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ বই, মোবাইল ফোন, বিভিন্ন ব্যাবসায়ীর নামে চাঁদার হিসেবের তালিকা খাতা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে সূত্রে নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, আটক ব্যক্তিকে বাঘাইছড়ি থানায় সোপর্দ করা হয়েছে।

সুশীল প্রসাদ চাকমা/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।