মির্জাপুরে সাড়ে ৯ হাজার পিস ইয়াবাসহ আটক ২

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৪:৪২ এএম, ০৬ নভেম্বর ২০১৭

সাড়ে নয় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

রোববার রাত ৯টার দিকে মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিনের নেতৃত্বে পুলিশ একটি যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে ইয়াবাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- সিরাজগঞ্জ সদরের ব্রাহ্মণবাড়িয়া গ্রামের মজনু মিয়া (৩০) ও বাসের সুপারভাইজার পাবনা সদরের মহিরুল ইসলাম বিদ্যুৎ (৫২)।

টাঙ্গাইলের সিনিয়স সহকারী পুলিশ সুপার (মির্জাপুর ও নাগরপুর সার্কেল) মো. শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এরশাদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।