জামালপুরে ৭০ জন আটক
প্রতীকী ছবি
জামালপুরে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত ৭০ জনকে আটক করেছে পুলিশ।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিমুল ইসলাম জানান, অপরাধ দমনে জামালপুরের সাত উপজেলায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে। এ সময় সাজাপ্রাপ্ত আসামীসহ মাদক ও সন্ত্রাসী মামলায় অভিযুক্ত ৭০ জনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, আটককৃতদের আইনের আওতায় আনতে আদালতে সোর্পদ করা হয়েছে। জামালপুর জেলায় অপরাধ নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
শুভ্র মেহেদী/এমএমজেড/জেআইএম