টাঙ্গাইলে পরীক্ষায় নকলের দায়ে ৫ শিক্ষার্থী বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১১:৪৪ এএম, ০৬ নভেম্বর ২০১৭

টাঙ্গাইলের ভূঞাপুরে জেএসসি পরীক্ষায় নকল করায় দায়ে পাঁচজন শিক্ষার্থীকে বহিষ্কার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ। সোমবার ভূঞাপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত ওই পাঁচজন ঘাটাইল উপজেলার শহীদ সালাম ও সিঙ্গুরিয়া লোকের পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ জানান, পরীক্ষা কেন্দ্রে নকল করার দায়ে ভূঞাপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে পাঁচজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর আগেও একই অপরাধে নিকরাইল কেন্দ্র থেকে চারজন ও জেডিসির দুজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

আরিফ উর রহমান টগর/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।