২৫ জন মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ০৭ নভেম্বর ২০১৭

ঈশ্বরদীতে এক সমাবেশে ২৫ জন মাদক ব্যবসায়ী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম।

মঙ্গলবার বিকেলে কমিউনিটি পুলিশিং কর্তৃক আয়োজিত এক সমাবেশে এ আয়োজন করা হয়।

এ ২৫ জন মাদক ব্যবসায়ী পুলিশ সুপারের কাছে সুস্থ জীবনে ফিরে আসার অঙ্গিকার করেছেন। উল্লেখ্য, পুলিশ সুপার এর নির্দেশনা অনুযায়ী ঈশ্বরদীর যে ১৭০ জন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ইতিপূর্বে জেলা পুলিশ অফিস, ঈশ্বরদী সার্কেল ও থানায় সদাচরনের মুচলেকা প্রদান করেছে তারমধ্যে ৫০ জন আজকের মাদকবিরোধী সভায় উপস্থিত ছিল এবং সর্বশেষ আত্মসমর্পণ করা ২৫ জন আনুষ্ঠানিকভাবে পুনরায় এই সমাবেশে আত্মসমর্পণ করে।

আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক, থানার অফিসার ইনচার্জ আজিমউদ্দিন প্রমুখ।

আলাউদ্দিন আহমেদ/এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।