দিনাজপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ১৯

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১০:২৫ এএম, ০৮ নভেম্বর ২০১৭

দিনাজপুরে বিশেষ অভিযান চালিয়ে ১৭ জন মাদক ব্যবসায়ীসহ ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে ১৭ জন মাদক ব্যবসায়ী, একজন নারী নির্যাতন মামলার আসামি ও একজন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে।

তাদের কাছ থেকে ৪১ পিস ইয়াবা, ২৪ বোতল ফেনসিডিল ১৩০ গ্রাম গাঁজা, ১৪ লিটার চোলাই মদ ও ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১৯টি মামলা করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে গ্রেফতার ১৯ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের ওয়্যারলেস অপারেটর রানা বলেন, বুধবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এমদাদুল হক মিলন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।