নকলে সহযোগিতা করায় শিক্ষককে অব্যাহতি
জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় শিক্ষার্থীকে নকলে সহযোগিতা করার অপরাধে মাদরাসার এক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি এবং এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার টাঙ্গাইলের ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
অব্যাহতি পাওয়া শিক্ষক জাহাঙ্গীর আলম উপজেলার বেতুয়া পলশিয়ার দাখিল মাদরাসার সহকারী মৌলভী ও ইবরাহীম খাঁ সরকারি কলেজ কেন্দ্রের কক্ষ পরিদর্শক।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী জানান, শনিবার জেডিসির গণিত পরীক্ষা চলাকালে নকল করার দায়ে মাদরাসার এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও নকলে সহযোগিতা করার দায়ে কক্ষ পরিদর্শক শিক্ষক জাহাঙ্গীর আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
আরিফ উর রহমান টগর/আরএআর/আরআইপি