পাবিপ্রবিতে ২৪ জানুয়ারি আন্তর্জাতিক সেমিনার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ১১:১৩ এএম, ১১ নভেম্বর ২০১৭

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের উদ্যোগে আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সেমিনার।

সেমিনারে দেশি-বিদেশি ৭০ জন অতিথি অংশগ্রহণ করবেন। শনিবার পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে এ তথ্য জানানো হয়।

এতে লিখিত বক্তব্য পড়ে শোনান প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.আনোয়ারুল ইসলাম। সংবাদ সম্মেলনে জানানো হয়, আধুনিক ভাষা ইনস্টিটিউটের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর পবিত্র সরকারসহ ভারত ও বাংলাদেশের ৭০ জন অতিথি অংশগ্রহণ করবেন।

সেমিনারে পাঁচটি সেশনে ৫০টি প্রবন্ধ উপস্থাপিত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া বাংলার ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক একটি প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রো-ভাইস চ্যান্সেলর।

সংবাদ সন্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন- জনসংযোগ দফতরের সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরী। এদিকে আন্তর্জাতিক সেমিনার উপলক্ষে পাবনা শহরের বিভিন্ন স্থানে প্রদর্শিত বিলবোর্ডগুলোর মধ্যে একটি কে বা কারা ছিঁড়ে ফেলায় উদ্বেগ প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- প্রক্টর আওয়াল কবির জয়, ছাত্র উপদেষ্টা হাসিবুর রহমান, লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মীল খালেদ ইকবাল চৌধুরী, ইতিহাস ও বাংলাদেশ স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো. হাবিবুল্লাহ, উপ-রেজিস্ট্রার রেজাউল হক ও সেকশন অফিসার জহুরুল ইসলাম প্রিন্স প্রমুখ

একে জামান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।