দিনাজপুর বোর্ডে নবম দিনেও অনুপস্থিত ৮০ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১০:৫১ এএম, ১৩ নভেম্বর ২০১৭

দিনাজপুরে জেএসসি পরীক্ষার নবম দিনে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য পরীক্ষায় ৮০ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। গড় অনুপস্থিতির হার ১১.২৫ শতাংশ ।

সোমবার জেএসসি পরীক্ষার নবম দিনে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৭১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা ছিল। কিন্তু ৬৩১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত রয়েছে ৮০ জন।

দিনাজপুর শিক্ষাবোর্ডের দেয়া তথ্য অনুয়ায়ী রংপুরে ১০, গাইবান্ধায় ১৮, নীলফামারীতে ৭, কুড়িগ্রামে ৬, লালমনিরহাটে ৪, দিনাজপুরে ২৫, ঠাকুরগাঁওয়ে ৬ ও পঞ্চগড়ে ৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন অনুপস্থিতির সংখ্যা নিশ্চিত করে জানান, গতবার জেএসসিতে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ১.৯ শতাংশ। এবার তা ১০.১৬ শতাংশ বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১১,২৫ শতাংশে।

এমদাদুল হক মিলন/এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।