আমার স্বামী কোথায়?

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৫ এএম, ১৪ নভেম্বর ২০১৭

‘আমার মুদি দোকানি স্বামীকে তুলে নিয়ে গেছে সাদা পোশাকধারী পুলিশ। তারা পরিচয় দিয়েছিল আমরা পুলিশ। অথচ সেই পুলিশই বলছে এ ব্যাপারে তাদের কিছুই জানা নেই। আমার স্বামী তাহলে কোথায় আছেন, কার কাছে আছেন আমি জানতে চাই।’

এ আকুতি জানিয়ে মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরার আলিপুর ইউনিয়নের আলিপুর গ্রামের গৃহবধূ সেলিনা খাতুন।

তিনি বলেন, আমার স্বামী আব্বাস আলি আইনের দৃষ্টিতে কোনো অপরাধ করে থাকলে তার বিচার হোক। কিন্তু তিনি কোথায় আছেন তা আমাকে বলতে হবে।

সেলিনা খাতুন বলেন, আমার স্বামী একজন মুদি দোকাকি। তিনি কোনো রাজনীতি করেন না। তার নামে কোনো মামলাও নেই। তিনি বাড়ির সঙ্গে লাগোয়া মুদি দোকানে থাকেন সারাদিন। তার কোনো দোষ নেই। তাকে ফিরিয়ে দিন।

সেলিনা খাতুন আরও বলেন, ১৩ নভেম্বর সোমবার সন্ধ্যায় সাদা পোশাকধারী পাঁচজন পুলিশ তার দোকানের সামনে এসে জানতে চায় সিগারেট আছে। জবাব দিতে না দিতেই তার দুই বাহু ধরে রাখে পুলিশ। পরে হ্যান্ডকাফ পরায়।

এ অবস্থায় কিছু বুঝে উঠবার আগেই তাকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে চলে যায় পুলিশ। তাদের কাছে ওয়্যারলেস সেটও ছিল বলে জানান তিনি।

এরপর সাতক্ষীরা থানা ও ডিবি পুলিশের কাছে খোঁজ নিলে তারা বলছেন, আব্বাস নামের কাউকে আমরা গ্রেফতার করিনি। এরপর সাতক্ষীরা থানায় একটি জিডি করেছি। জিডি নম্বর ৯৪৪।

কান্নাজড়িত কণ্ঠে সেলিনা বলেন, আমার স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাকে আইনে সোপর্দ করে বিচারের আওতায় আনা হোক। কিন্তু স্বামীর হদিস জানতে চাই। এ সময় সংবাদ সম্মেলনে সেলিনার ভাই মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

আকরামুল ইসলাম/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।