‘রাস্তায় ঘুরছে লাখ লাখ উচ্চশিক্ষিত বেকার’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:৫৬ এএম, ১৯ নভেম্বর ২০১৭

বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে প্রত্যেক পরিবারে একজনকে সরকারি চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। অথচ দেশের ৯০ ভাগ পরিবারের কেউই চাকরি পায়নি। ঘুষ, দুর্নীতি ছাড়া চাকরি পাওয়া যায় না। কোটি কোটি মানুষ বেকার। লাখ লাখ উচ্চশিক্ষিত যুবক বেকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে।

রোববার দুপুরে সমাজতান্ত্রিক দল বাসদের (মার্কসবাদী) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা কমিটির উদ্যোগে টাউন হলে আয়োজিত এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

এর আগে জেলা শহর মাইজদীতে লাল পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে আলোচনা সভায় মিলিত হয়।

দলের জেলা আহ্বায়ক দলিলুর রহমান দুলালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা সাইফুজ্জামান সাকন, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট জেলা আহ্বায়ক মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু, ছাত্রফ্রন্ট জেলা সভাপতি মোবারক করিম, সাধারণ সম্পাদক কাজী জহির উদ্দিন ও নারী মুক্তি কেন্দ্র জেলা কমিটির সংগঠক স্বর্ণালী আচার্য প্রমুখ।

বক্তারা বলেন, ৩০ লাখ মানুষের জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হলেও অধিকার বঞ্চিত রয়েছে জাতি। যারা উৎপাদন করছে তারা দিন দিন দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। আর এক শ্রেণির মানুষ শুধুই টাকার পাহাড় নির্মাণ করছে। দেশে গুম, খুন, ধর্ষণ নির্যাতন বেড়েই চলছে। স্বাধীন হয়েও আজ পরাধীন জাতিতে পরিণত হয়েছে দেশের মানুষ।

তারা চলেন, দেশে পুঁজিবাদী, ফ্যাসিবাদী শাসন চলছে। মানুষের মত প্রকাশের স্বাধীনতা নেই। সরকার বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী অবিলম্বে নতুন নতুন কলকারখানা নির্মাণ করা ও সরকারি শূন্য পদে মেধার ভিত্তিতে লোক নিয়োগ দেয়ার দাবি জানান বক্তারা। একই সঙ্গে পুঁজিবাদবিরোধী লড়াইয়ে বিপ্লবী দল বাসদের (মার্কসবাদী) পতাকা তলে সকল শ্রেণি-পেশার মানুষকে সমবেত হওয়ার আহ্বান জানান তারা।

মিজানুর রহমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।