ভাগ্নিকে হত্যার দায়ে মামার মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:৫০ এএম, ২২ নভেম্বর ২০১৭

গাজীপুরের শ্রীপুরে ভাগ্নিকে জবাই করে হত্যার দায়ে মামাকে ফাঁসি এবং অপর দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে রায়ে মুতৃদণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. রিপন মিয়া (৩৫) গাজীপুরের শ্রীপুর থানার চকপাড়া গ্রামের হাসমত আলী ওরফে হাসেমের ছেলে।
এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, বগুড়া সদর উপজেলার ভাটকান্দি গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে রবিউল ইসলাম (২৩) ও শেরপুরের ঝিনাইগাতি থানার মো. মোস্তফার ছেলে মো. মোজাফফর (২১)।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে রিপন মিয়া তার দুই সহযোগীকে নিয়ে আপন ভাগ্নি নাজমীনকে হত্যা করে।

তিনি আরো জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার ছলিং মোড় (চকপাড়া) এলাকার হাসমত আলীর মেয়ে মোছা. আছমা বেগম তার প্রথম ঘরের দুই মেয়ে নাসরনি (১৮) ও নাজমীনকে (৭) বাপের বাড়ি রেখে অন্যত্র বিয়ে করেন। তার বাপের বাড়ির সঙ্গে প্রতিবেশী করিম গংদের জমি সংক্রান্ত বিরোধ ছিল।

২০১৫ সালের ২৯ অক্টোবর মা মিনুজা বেগম ও মেয়ে নাজমীনকে বাড়ি রেখে আসমার বাবা হাসমত আলী টাঙ্গাইলে বেড়াতে যান। ওইদিন রাত আড়াইটার দিকে নানীর সঙ্গে ঘরে ঘুমিয়ে থাকা মেয়ে নাজমীনকে তুলে নিয়ে উঠানে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় আছমা বেগম বাদী হয়ে ৩০ অক্টোবর প্রতিবেশী আব্দুল করিম, আব্দুল কাদির ও আব্দুল মোতালেবকে আসামি করে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খন্দকার আমিনুর রহমান মামলার তদন্ত করে নিহতের মামা মো. রিপন মিয়া ও তার দুই সহযোগী রবিউল এবং মোজাফফরকে গ্রেফতার করে। পরে এজাহারভুক্ত তিনজনের নাম চার্জশিট থেকে বাদ দেয়া হয়। রিপন মিয়াসহ দুই সহযোগী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে পুলিশ ২০১৬ সালে ৬ জানুয়ারি রিপন মিয়া, রবিউল ও মোজাফফরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকোট হারিছ উদ্দিন আহম্মদ। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ জহিরুল ইসলাম ও ওয়াহিদুজ্জামান আকন (তমিজ)।

আমিনুল ইসলাম/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।