হিলি সীমান্তে ২ বাংলাদেশিসহ আটক ৩


প্রকাশিত: ০১:৫৫ পিএম, ০৪ জুলাই ২০১৫

দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি এবং এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দুপুর ১টার দিকে হিলি সীমান্তের চেকপোস্ট গেট থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ শহরের উজরাপুর গ্রামের মৃত নিতাই চৌধুরীর ছেলে শংকর চৌধুরী (৪৫), নওগাঁর নিয়ামতপুর থানার পুংগি গ্রামের রাম চৌধুরীর মেয়ে পার্বতী রানী (৪০) এবং ভারতের মালদা জেলা সদরের সাহাপুর গ্রামের শ্যাম লাল চৌধুরীর ছেলে রাজেশ চৌধুরী (২২)।

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার জানান, দুপুরে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়। আটক দুই বাংলাদেশিকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে, আটক ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে ফেরত দেওয়ার জন্য বিজিবির পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে।

এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।