এবার আখাউড়া দিয়ে তেল নিচ্ছে ভারত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২৯ নভেম্বর ২০১৭

কয়েক দফায় চাল পরিবহনের পর এবার ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তেল নিতে যাচ্ছে ভারত।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে অপেক্ষমান এসব তেল বৃহস্পতিবার সকাল থেকে পরিবহন শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ভৈরব ও আশুগঞ্জ নৌবন্দরের পরিদর্শক মো. শাহ আলম জাগো নিউজকে বলেন, গত রোববার (২৬ নভেম্বর) দুপুরে ২২০ মেট্রিক টন তেল নিয়ে এমভি শান্তিপুর নামে একটি জাহাজ আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করে। ভারতের ইমামী এগ্রোটেক্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এ তেল পরিবহন করছে।

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী ও তেল পরিবহনের দায়িত্বে থাকা মো. আক্তার হোসেন জানান, বৃহস্পতিবার সকাল থেকে ভারতে তেল পরিবহন শুরু হবে। বুধবার বিকেল সোয়া ৫টা নাগাদ একটি ট্রাকে ১৩১৯টি কার্টনে প্রায় ১২ টন তেল উঠানো হয়েছে।

আজিজুল সঞ্চয়/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।