আখাউড়া বন্দর দিয়ে ত্রিপুরায় গেল ২৭ মেট্রিক টন তেল
ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় বিনা শুল্কে আবারও বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে নিজ দেশে পণ্য পরিবহন করছে প্রতিবেশী দেশ ভারত। কয়েক দফা চাল পরিবহনের পর এবার ভোজ্য তেল পরিবহন করছে দেশটি। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর হয়ে প্রথম দফায় ২৭ মেট্রিক টন ভোজ্য তেলবোঝাই দুটি ট্রাক ভারতের ত্রিপুরায় পৌঁছেছে। এ সময় বন্দরে দুই দেশের সংশ্লিষ্ট লোকজন উপস্থিত ছিলেন।
আখাউড়া স্থল বন্দরের শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা লক্ষ্মণ চন্দ্র ভৌমিক বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, দুপুর সাড়ে ১২টায় দুটি ট্রাক আখাউড়া-আগরতলা ইন্ট্রিগ্রেডেট চেকপোস্ট দিয়ে ত্রিপুরায় প্রবেশ করেছে। শুক্রবার ছাড়া প্রতিদিনই পর্যায়ক্রমে বাকি তেল আগরতলায় যাবে। তেল পরিবহনের জন্য কাস্টমস কর্তৃপক্ষ কোনো শুল্ক আদায় না করলেও আশুগঞ্জ বন্দরে ল্যান্ডিং চার্জ ও স্কট চার্জসহ সামান্য মাসুল আদায় করছে।
বিআইডব্লিউটিএ’র ভৈরব ও আশুগঞ্জ নদী বন্দরের পরিবহন পরিদর্শক মো. শাহ্ আলম জাগো নিউজকে জানান, গতকাল বুধবার সকালে ভারতীয় রফতানি ও আমদানিকারকসহ বাংলাদেশ কাস্টমস কর্তৃপক্ষের উপস্থিতিতে তেলবোঝাই জাহাজটির সিলগালা খোলা হয়। সব আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তেলভর্তি দুটি ট্রাক আশুগঞ্জ নদীবন্দর ছেড়ে গেছে।
তিনি আরও জানান, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রতি মেট্রিক টনে ল্যান্ডিং ফি, ভয়েজ পারমিশন ফি ও লেবার ফি বাবদ ১৯২ টাকা মাসুল নেয়া হচ্ছে।
এর আগে ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া নদীবন্দর থেকে ২২০ মেট্রিক টন ভোজ্য তেল নিয়ে গত রোববার (২৬ নভেম্বর) দুপুরে এম.ভি শান্তিপুর নামে একটি জাহাজ আশুগঞ্জ নদী বন্দরে নোঙর করে। ভারতের ইমামী এগ্রোাটেক লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান এ তেল পরিবহন করছে।
আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম