সরাইলে ঈদে মিলাদুন্নবীর (সা.) শোভাযাত্রা নিয়ে উত্তেজনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৭:৪৮ এএম, ০২ ডিসেম্বর ২০১৭
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ও দেওড়া গ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শনিবার রাত ১২টা পর্যন্ত শাহবাজপুর ও দেওড়া গ্রাম এবং এর আশপাশ এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে জানিয়েছেন সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূইয়া।

তিনি জাগো নিউজকে জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শোভাযাত্রাকে কেন্দ্র করে শুক্রবার বিকেল থেকে শাহবাজপুর ও দেওড়া গ্রামের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে শাহবাজপুর ও দেওড়া গ্রাম এবং এর আশপাশ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও শোভাযাত্রাসহ গণজমায়েত নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

ওসি আরও জানান, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না।

আজিজুল সঞ্চয়/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।