নোবিপ্রবিতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ভর্তি ফি কমানোসহ আট দফা দাবিতে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সোমবার সকাল ৯টার দিকে ক্লাস বর্জন করে হাজী ইদ্রিস অডিটোরিয়ামের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় তারা। এতে ২০১৭-১৮ বর্ষের ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে- ভর্তি ফি ২৫ হাজার টাকার স্থলে কমিয়ে ৫ হাজার টাকা করতে হবে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে যাওয়া শিক্ষার্থীদের অতিরিক্ত ফি ফেরত দিতে হবে, বিভাগীয় ট্রান্সক্রিপ্ট ২০ এবং মূল সনদপত্র ৫০ টাকা করতে হবে, ব্যাকলগের বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে এবং তা ৩০০ টাকা করতে হবে এবং ইম্প্রুভমেন্টের সর্বন্মিম জিপিএ ৩.০০ করতে হবে, ওয়ান স্টপ অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করতে হবে, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস নিশ্চিত করতে হবে এবং শিক্ষার্থী কেন্দ্রিক যে কোনো সিদ্ধান্ত গ্রহণে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে হবে, আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং হলের খাদ্যে ভর্তুকি দিতে হবে এবং পুরো ক্যাম্পাসে নিরবিচ্ছিন ওয়াই-ফাই চালু করতে হবে।
শিক্ষার্থীরা জানান, যেখানে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি কম। সেখানে নোবিপ্রবিতে প্রতি বছরই ক্রমান্বয়ে ভর্তি ফি বাড়ছে। এতে অনেক মেধাবী শিক্ষার্থী অতিরিক্ত ফি’র কারণে ভর্তি হতে পারছে না। ভর্তিচ্ছু অনেক শিক্ষার্থীর অভিভাবকরাও এতে ক্ষোভ প্রকাশ করছেন।
উদ্ভুত পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর মুশফিকুর রহমান ও শিক্ষক সমিতির সভাপতি ড. ইউসুফ মিয়া দাবির প্রতি একাত্বতা প্রকাশ করে দাবিসমূহ বাস্তবায়নে প্রশাসনিকভাবে আলোচনার মাধ্যমে আগামী এক মাসের মধ্যে সমাধানের আশ্বাস দেন। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা এমন মৌখিক প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করে এ বিষয়ে একটি লিখিত প্রস্তাবনা দেয়ার দাবি জানান।
এদিকে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মিজানুর রহমান/আরএআর/আইআই