ব্রাহ্মণবা‌ড়িয়া পু‌লি‌শের জমকা‌লো রাত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬:২৯ এএম, ০৬ ডিসেম্বর ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ায় একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত গান-বাজনায় মত্ত ছিল সদর মডেল থানা পুলিশ।

এদিন সন্ধ্যা ৭টায় শহরের পুরাতন জেল রোডস্থ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কার্যালয় প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

জেলা পুলিশের সহযোগিতায় 'ক্লিন ব্রাহ্মণবাড়িয়া' নামে এক সংগঠন এ টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্ট উপলক্ষে সদর সার্কেল অফিসে বর্ণিল আলোকসজ্জাও করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মণ্টু প্রমখ। উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

অন্যান্য শিল্পীদের সঙ্গে অনুষ্ঠানে গান পরিবেশন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির। মধ্যরাত পর্যন্ত চলে গান-বাজনার এ সাংস্কৃতিক পর্ব।

গান-বাজনায় মত্ত ছিলেন জেলা পুলিশের শীর্ষ ও থানা পুলিশের কর্মকর্তারা। শুধুমাত্র একজন ডিউটি অফিসার ও সেন্ট্রি রেখে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন্স) দেলোয়ার হোসেন, দ্বিতীয় কর্মকর্তা (সেকেন্ড অফিসার) ইশতিয়াক আহমেদ, উপ-পরিদর্শক (এসআই) আজাদুর রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুকান্ত মজুমদার ও মো. রাসেলসহ সদর মডেল থানা পুলিশের আরও কয়েকজন পুলিশ সদস্য রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠানস্থলে অবস্থান করে গান-বাজনায় মত্ত ছিলেন। এ সময় সদর মডেল থানায় ছিল সুনসান নীরবতা।
এছাড়া রাত ১২টা পর্যন্ত উচ্চস্বরে গান-বাজনার কারণে আশপাশ এলাকার অনেকেই বিরক্তি প্রকাশ করেন।

এ ব্যাপারে সদর মডেল থানা পুলিশের ওসি মো. নবীর হোসেন বলেন, ‘ভাই একটা দিন কি আমাদের আনন্দ করতে দিবেন না?’

আজিজুল সঞ্চয়/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।