আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:৩১ এএম, ০৭ ডিসেম্বর ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইসলাম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসলাম উদ্দিন হবিগঞ্জের বাহুবল উপজেলার দৌলতপুর গ্রামের আবদুল আজিজের ছেলে।

এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। এরা হলেন, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাঁতগাও গ্রামের আব্দুল বারেক (৬০), তার ছেলে আব্দুল কাইয়ুম (৩৫), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার হেলেন বেগম (৪০) ও মাধবপুর উপজেলার রেন্টু মিয়া (৪০)।

হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন বলে জানিয়েছেন খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) আবদুল কাদের।

তিনি জানান, রাতে ঢাকা থেকে আসা একটি প্রাইভেটকার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সৈয়দ নজরুল ইসলাম সেতুতে প্রাইভেটকারটি অজ্ঞাত আরেকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

আজিজুল সঞ্চয়/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।