নিখোঁজ ফারুকের মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ফারুক ইসলাম (১৬) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার একদিন পর শনিবার বিকেলে উপজেলার সোনারামপুর-তালশহর সড়কের কাছে একটি ডোবা থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফারুক হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামের কাশেম মিয়ার ছেলে। সে আশুগঞ্জ উপজেলার আলমনগরের একটি অটোরাইস মিলে থেকে অটোরিকশা চালাতো।
নিহতের পরিবার ও পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে আশুগঞ্জ উপজেলার আলমনগরস্থ তানিয়া অটো-রাইসমিল থেকে অটোরিকশা নিয়ে বের হয় ফারুক। এরপর আর ফারুক রাইস মিলে ফিরে আসেনি। পরে শনিবার বিকেলে সোনারামপুর-তালশহর সড়কের পাশে একটি ডোবায় ফারুকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, নিহত ফারুকের সঙ্গে তার বন্ধুদের ঝগড়া হয়েছিল বলে জানিয়েছে তার বাবা। ওই বন্ধুরাই ফারুককে হত্যা করেছে বলে তার বাবা অভিযোগ করেছে। তবে আমরা বিষয়টি তদন্ত করছি।
আজিজুল সঞ্চয়/এমএএস/জেআইএম