ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী এবং মদের বোতলসহ অপর একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার রাত ৮টার দিকে উপজেলার রাধানগর গ্রামের দাসপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীকে আটক করা হয়। তারা হলেন, রফিকুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী হুসনে আরা বেগম (৪০)।
স্বামী-স্ত্রী দুইজনই মাদক কারবারের সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান।
তিনি জাগো নিউজকে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাধারনগর গ্রামের দাসপাড়া মহল্লায় রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে রফিকুলকে ৭৮ পিস এবং তার স্ত্রী হুসনে আরাকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ ঘটনায় আখাউড়া থানায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও সন্ধ্যায় একই উপজেলার মোগড়া বাজার এলাকায় নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে মাদক কারবারী ইউসুফ মিয়াকে (৩২) ১৬৫ বোতল ভারতীয় বিভিন্ন মদসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
জেডএ