আহমদ শফীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ছবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২:০৯ পিএম, ২০ ডিসেম্বর ২০১৭
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট দেয়ায় অভিযোগে আবু সালেক (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকেলে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার সালেক ওই উপজেলার ঘাগড়াদুর গ্রামের মৃত আবদুল হানিফের ছেলে।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ফেসবুকে আল্লামা আহমদ শফীকে নিয়ে আপত্তিকর ছবি পোস্ট দেয়ার ঘটনায় আবু সালেকের বিরুদ্ধে মাওলানা আতিক উল্লাহ্ নামে এক ব্যক্তি থানায় অভিযোগ দিয়েছেন। পরে বিকেলে আবু সালেককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

এর আগে গত ১৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আল্লামা শফীর সাক্ষাতের ছবিতে ব্যাঙ্গাত্মক উক্তি লিখে ফেসবুকে পোস্ট করেন আবু সালেক। পরে বিষয়টি নজরে এলে আলেম-ওলামাদের পক্ষ থেকে সরাইল থানা পুলিশকে অবহিত করা হয়।

আজিজুল সঞ্চয়/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।