শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যা, স্বামী দুষছেন গ্রামীণ ব্যাংককে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭:৩৮ এএম, ২৪ ডিসেম্বর ২০১৭
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের চৌহালীতে কিস্তির টাকা দিতে না পেরে শরীরে আগুন জ্বালিয়ে জরিনা খাতুন (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার রাতে গুরুতর দগ্ধ জরিনা খাতুনকে ঢাকা নেয়ার পথে রাত একটার দিকে তার মৃত্যু হয়।

জরিনা খাতুন (২৮) উপজেলার পশ্চিম খাসকাউলিয়া গ্রামের কৃষি শ্রমিক আব্দুর রোউফের স্ত্রী। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবারের সদস্য এবং স্থানীয়রা জানান, যমুনার বারবার ভাঙনে বিপর্যস্ত জরিনা খাতুন অভাব-অনটনের কারণে গ্রামীণ ব্যাংকের পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার শাহজানী ভাড়রা ইউনিয়ন শাখা অফিস থেকে চলতি বছরের ৫ মে দু'দফায় ২০ এবং ১০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। এরপর থেকে নিয়মিত সাড়ে ৭শ টাকা সপ্তাহে কিস্তি দিয়ে আসছিলেন তিনি। হঠাৎ সন্তানদের নিয়ে নানা অনটনে পড়ে তার পরিবার। এদিকে গ্রামীণ ব্যাংকের মাঠ কর্মীরা আগে থেকেই টাকা দেয়ার জন্য চাপ দিচ্ছিল।

আজ রোববার সকালে ছিল সপ্তাহিক কিস্তির টাকা দেয়ার দিন। কোনোভাবেই কিস্তির টাকা সংগ্রহ করতে না পেরে আগের দিন শনিবার সকালে নিজের ঘরে শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেন তিনি। এতে তার শরীরের অধিকাংশ অংশ পুড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে দ্রুত ঢাকায় নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে ঢাকা যাওয়ার পথে রাত একটার দিকে তিনি মারা যান।

জরিনার স্বামী আব্দুর রউফ অভিযোগ করে বলেন, আমাদের অভাব দেখে কিস্তির টাকার জন্য গ্রামীণ ব্যাংকের কর্মীরা নানাভাবে আগে থেকেই চাপ দিতো। তবে অভাবের কারণে টাকা গোছাতে না পেরে আমার স্ত্রী শরীরে কোরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে গ্রামীণ ব্যাংক ভাড়রা শাখা ম্যানেজার রঞ্জু আহমেদ জানান, আমরা টাকার জন্য আসলে অতোটা চাপ দেইনি। জরিনার মৃত্যুর কথা শুনে আমরা তার বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছি। পাওনা টাকা মওকুফসহ বীমার টাকা পরিবারের কাছে হস্তান্তরের চেষ্টা চলছে।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।