চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরচাপায় সাইকেল আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আদিনা ফজলুল হক সরকারি কলেজ মোড় এলাকায় ট্রাক্টরচাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তি হলেন- শিবগঞ্জ উপজেলার সাত রশিয়া গ্রামের মৃত মহিজ উদ্দিনের ছেলে সাজেমান আলী (৬০)। শিবগঞ্জ থানা পুলিশের এসআই মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার বেলা পৌনে ২টার দিকে সাজেমান আলী সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় শিবগঞ্জগামী একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
মোহাঃ আব্দুল্লাহ/এএম/আইআই