এ্যাংকর সিমেন্ট কোম্পানির চেয়ারম্যানের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ০৩ জানুয়ারি ২০১৮

বরিশাল নগরীর এ্যাংকর সিমেন্ট কোম্পানি ও খান সন্স গ্রুপ অব কোম্পানির স্বত্ত্বাধিকারী মজিবর রহমান খান (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি............রাজিউন)।

বুধবার সকালে লন্ডনের কার্নিভালের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।

মজিবর রহমানের শ্যালক তাজবির জামান রানা জানান, মজিবর রহমান খান গত ডিসেম্বর মাসের প্রথম দিকে আমেরিকায় যান। সেখানে অসুস্থ হয়ে পড়লে ১১ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডনের কার্নিভালে তাকে নিয়ে যাওয়া হয়।

সেখানকার চিকিৎসকদের বরাত দিয়ে রানা আরও জানান, মস্তিস্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। মজিবর রহমানের মরদেহের সঙ্গে তার স্ত্রী জুলিয়া রহমান রয়েছেন।

রানা জানিয়েছেন, মরদেহ আনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। তবে কবে নাগাদ মৃতদেহ দেশে আসবে সেই বিষয়টি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

এদিকে মজিবর রহমানের মৃত্যুতে বরিশালে এ্যাংকর সিমেন্ট ও খান সন্স গ্রুপ অব কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বইছে শোকের ছায়া।

সাইফ আমীন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।