বিপিএম পদক পেলেন শরীয়তপুরের এসপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ১১:১৩ এএম, ০৯ জানুয়ারি ২০১৮

সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম সেবা) পেয়েছেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন।

শরীয়তপুর জেলার চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা ব্যতীত সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন, সফল মাদক ও মৎস্য অভিযান পরিচালনা করেছেন এসপি সাইফুল্লাহ আল মামুন।

সমাজ ভাবনায় নিরন্তর মাদকবিরোধী চেতনা থেকে সামাজিক রূপায়ণ ‘মানিকের’ শাখা প্রশাখা বাংলাদেশের সকল জেলায় ছড়িয়ে দেয়া ছাড়াও সুখী দাম্পত্য জীবনকে অনুপ্রাণিত করতে সাইফুল্লাহ আল মামুনের ব্যতিক্রমী উদ্যোগ 'দম্পতি মেলা ১৭' এবং প্রতি বছর 'কোজাগরি চাঁদ' উৎসব আয়োজন করেন তিনি।

সোমবার রাজধানীর রাজারবাগে আয়োজিত ‘পুলিশ সপ্তাহ-২০১৮’ উপলক্ষে অসংখ্য প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ এসপি সাইফুল্লাহ আল মামুনকে বিপিএম পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসপি সাইফুল্লাহ আল মামুন ২০০১ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

মো. ছগির হোসেন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।