শীতে কাতর রাজবাড়ীর নিম্ন আয়ের মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ১২ জানুয়ারি ২০১৮

দেশে চলমান শৈতপ্রবাহে বিপর্যস্থ হয়ে পড়ে পড়েছে রাজবাড়ীর জনজীবন। তীব্র শীতের সঙ্গে কুয়াশা ও হিমেল বাতাসে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা পড়েছেন চরম বিপাকে।

এছাড়া শীতে আয় রোজগার কমে যাওয়া ও কুয়াশায় গবাদি পশুর খাবার সংকটও দেখা দিয়েছে। এদিকে জেলার হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতেও শীত জনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। রোগীদের মধ্যে শিশুদের সংখ্যা বেশি। বেশির ভাগই ডায়রিয়ায় আক্রান্ত।

winter

রিকশাচালক বক্কর শেখ জানান, এবারের শীতে তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে পড়েছেন চরম বিপাকে। রিকসা চালিয়ে যা আয় হয় তা দিয়ে তার সংসারসহ যাবতীয় খরচ চালান। কিন্তু এমন শীতে রিকশা চালানো খুব কষ্টকর।

রাজবাড়ী সদর হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. গোলাম ফারুক জানান, এবার শীত জনিত রোগে হাসপাতালের শিশু রোগীর সংখ্যা একটু বেশি। এরমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত শিশু বেশি। তাদের যে জনবল আছে সে জনবল নিয়ে যথাযথভাবে চিকিৎসা দিচ্ছেন এবং পাশাপশি অভিভাবকদের ডায়রিয়া সর্ম্পকে সচেতন করছেন।

রুবেলুর রহমান/এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।