নিষ্ক্রিয় করা হলো মর্টার শেলটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৭:২০ পিএম, ১৭ জানুয়ারি ২০১৮

পঞ্চগড়ের ইসলামবাগ এলাকা থেকে পাওয়া ১৯৪৩ সালের একটি মর্টার শেল নিষ্ক্রিয় (ধ্বংস) করা হয়েছে। বুধবার দুপুরে জেলা শহরের করতোয়া নদীর বালুচরে রংপুর সেনা বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানের নেতৃত্বে বোমা ডিসপোজাল ইউনিটের একটি দল মর্টার শেলটি ধবংস করেন।

পুলিশ জানায়, গত বছরের নভেম্বরে জেলা শহরের ইসলামবাগ এলাকায় মাটি খননের সময় মর্টার শেলটি পাওয়া হয়। পরে স্থানীয়রা সেটি সদর থানায় জমা দেন। মর্টার শেলটির গায়ে লেখা সময় লেখা ছিল ১৯৪৩।

সদর থানা পুলিশের এসআই আলতাফ হোসেন সরকার বলেন, মর্টার শেলটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ব্যবহৃত হতে পারে।

সফিকুল আলম/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।