গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮

বকেয়া বেতন পরিশোধের দাবিতে শুক্রবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুর-শিমুলতলী সড়কের তিতাস গ্যাস অফিস সংলগ্ন আর্থ ফুটওয়্যার কারখানায় ভাঙচুর করেছে শ্রমিকরা।

কারখানার সুইং অপারেটর সালমা বেগম জানান, নভেম্বর মাস থেকে কারখানার শ্রমিকদের বেতন ভাতা ও ওভারটাইম পাওনা রয়েছে। বারবার তাগিদ দেয়ার পরও কারখানা কর্তৃপক্ষ বেতন ভাতা পরিশোধ করছে না। জানুয়ারি মাসসহ তিন মাসের বেতন ও ওভারটাইমের টাকা পাওনা রয়েছে। বেতন না পাওয়ায় বাসা ভাড়া, দোকানের বাকি পরিশোধ করতে পারছি না।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিকেল ৩টার দিকে কারখানার অভ্যন্তরে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা কারখানার অভ্যন্তরে কারখানার কর্মকর্তাদের ৭টি গাড়ি ভাঙচুর করে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা মিছিল নিয়ে গাজীপুর-শিমুলতলী সড়কে এসে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। তারা সেখানে দুটি যাত্রীবাহী বাসে ভাঙচুর চালায়। এতে ওই সড়কে ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ থাকে।

জয়দেবপুর থানা পুলিশের এসআই আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আমিনুল ইসলাম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।