সাতক্ষীরার শহর আলীর সফল অস্ত্রোপচার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ২৯ জানুয়ারি ২০১৮

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের দাড়িওয়ালা গ্রামের জটিল ও কঠিন রোগাক্রান্ত শহর আলীর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মুখের ওপর বড় টিউমার নিয়ে গত ২০ বছর ধরে মানবেতর জীবনযাপন করেছেন তিনি। অবশেষে শহর আলীর সফল অস্ত্রোপচার হয়।

গত ৩ জানুয়ারি ‘আমি গরিব মানুষ, চিকিৎসা করানোর মতো কোনো টাকা নেই’ শিরোনামে জাগো নিউজে একটি সংবাদ প্রকাশিত হয়।

এরপর শুরু হয় আলোচনা। বিভিন্ন হৃদয়বান মানুষ জাগো নিউজের এ প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করেন। দুবাই প্রবাসী মো. জায়েদ নামের এক বাংলাদেশি শহর আলীর চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা পাঠান। চিকিৎসার জন্য সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান ৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা দেন।

এরপর চিকিৎসার জন্য শহর আলীকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক অ্যান্ড বার্ন ইউনিটে। ৯ জানুয়ারি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. মো. আবুল কালাম শহর আলীর শারীরিক অবস্থা দেখে তাকে ভর্তি করেন।

‘সাতক্ষীরার শহর আলীকে ঢাকা মেডিকেলে ভর্তি’ জাগো নিউজে এ শিরোনামে প্রকাশিত হয় আরেকটি সংবাদ।
ভর্তির সময় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে প্রধান ডা. মো. আবুল কালাম জাগো নিউজকে জানিয়েছিলেন, শহর আলীকে আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দেয়ার ব্যবস্থা করা হবে। তাছাড়া তাকে সম্পূর্ণভাবে সুস্থ করা সম্ভব কিনা সেটি এ মুহূর্তে বলা সম্ভব নয়।

মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি ও দ্রুত চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা করেছেন এটিএন বাংলার বিজনেস এডিটর ইসমাত জেরিন খান। অবশেষে শনিবার শহর আলীর সফল অস্ত্রোপচার হয়েছে। টানা ৪ ঘণ্টাব্যাপী চলে এ অস্ত্রোপচার।

শহর আলীর দেখভালের দায়িত্বে থাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক অ্যান্ড বার্ন ইউনিটের রেসিডেন্স কোর্সে দায়িত্বরত রোমানা আক্তার জাগো নিউজকে জানান, সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এটা ক্যান্সারে রূপ নিয়েছে হয়তো। রিপোর্ট হাতে পাওয়ার পর সেটি বিস্তারিত জানা যাবে। তবে বর্তমান সময়ে শহর আলী সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।

উল্লেখ্য, শহর আলীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে জাগো নিউজের এ প্রতিবেদক ঢাকায় নিয়ে তাকে ভর্তিসহ সার্বিক ব্যবস্থা করেছেন।

আকরামুল ইসলাম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।