শ্রীপুরে পিকআপ উল্টে নিহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:১৯ এএম, ৩১ জানুয়ারি ২০১৮
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বুধবার ভোরে মুরগিবোঝাই একটি পিকআপ উল্টে তিনজন নিহত এবং দুই যাত্রী আহত হয়েছেন।

নিহত তিনজনের মধ্যে আব্দুল হালিম (৪০) ও জামাল উদ্দিনের (৩৫) নাম জানা গেলেও তাৎক্ষণিকভাবে বিস্তরিত পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন, গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মানিক মিয়া (২০) ও একই এলাকার মোশারফ হোসেনের ছেলে সুমন মিয়া (১৮)।

শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হুসেন জানান, বুধবার ভোরে ভালুকার আঙ্গারগাড়া গ্রাম থেকে মুরগি বোঝাই পিকআপটি গাজীপুরের বোর্ডবাজার যাচ্ছিল। পথে শ্রীপুরের মুলাইদ (এমসি বাজার) এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ভোর ৬টার দিকে মহাসড়কের পাশে একটি মাইলফলকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং অপর দুই যাত্রী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ তিনটি থানায় পুলিশ হেফাজতে রয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।