জমি নিয়ে বিরোধে প্রাণ গেল যুবকের : আহত অর্ধশতাধিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৮

সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ফকির ও মন্ডল গ্রুপের সংঘর্ষে রাসেল ফকির (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় ৮টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক সদস্য আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রাসেল উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া পশ্চিমপাড়া গ্রামের ফিরোজ ফকিরের ছেলে।

স্থানীয়রা জানায়, জমি নিয়ে বাতিয়া দক্ষিণপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য বাতেন ফকিরের সঙ্গে বাতিয়া পশ্চিমপাড়া গ্রামের আবু বক্কার মন্ডলের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে বাতিয়া বাজারে ফকির ও মন্ডল গ্রুপের সদস্যদের মধ্যে তর্ক-বির্তকের এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ খবর ছড়িয়ে পড়লে বাতিয়া পশ্চিমপাড়া ও বাতিয়া দক্ষিণপাড়ার দুই গ্রুপের সদস্যরা ফালা, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে গুরুতর আহত রাসেলকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া জানান, সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) ফাহমিনা শেলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।