বাস-মাইক্রোবাস সংঘর্ষে আহত ৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১১:১২ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের ৭ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৮টায় শ্রীমংল-মিরপুর রোডে অলিলা গ্লাস ফ্যাক্টরির সামনে ঢাকাগামী মাইক্রোবাস এবং বিপরীতদিক থেকে আসা সৌদিয়া বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস থাকা ৭ যাত্রী আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে থানার এসআই নানু মন্ডল জানিয়েছেন, আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল হাসপাতালে পাঠানো হয়েছে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।