সড়কে পুলিশের ব্যারিকেড, দুর্ভোগে মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২:৩২ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৮

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে শহরের পুরাতন জেল রোডটিতে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রেখেছে পুলিশ। এতে করে দুর্ভোগে পড়েছেন ওই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ।

এ সড়কের পাশেই জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে প্রায় পাঁচ বছর পর অনুষ্ঠিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন।

শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে পুরাতন জেল রোডে গিয়ে দেখা গেছে, পুলিশ একটি বেসরকারি ক্লিনিকের চিকিৎসকদের বেশ কিছু সাইনবোর্ড ও দড়ি দিয়ে ব্যারিকেড সৃষ্টি করেছে। সেখানে সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিলন মিয়াসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এই সড়কে বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিকও রয়েছে। তবে পুলিশের ব্যারিকেডের কারণে সড়কটিতে সকাল থেকেই কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। এর ফলে পায়ে হেঁটেই চলাচল করতে দেখা গেছে সাধারণ মানুষ ও রোগীদের।

তবে সড়কে ব্যারিকেডের বিষয়টি সঠিক নয় উল্লেখ করে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বলেন, রাস্তা তো বন্ধ থাকার কথা নয়। রাস্তা দিয়ে জনগণ চলাচল করবেন।

আজিজুল সঞ্চয়/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।