ভারতীয় মাদক ব্যবসায়ীর হামলায় বিজিবি সদস্য আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০১:০৭ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৮

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় মাদক ব্যবসায়ীর অস্ত্রের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ফাঁকা গুলি ছুড়েছে বিজিবি।

আহত বিজিবি সদস্যের নাম নবাব আলী (২৬)। তিনি বর্তমানে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।

দাউদপুর ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মালেক জানান, রাত ১২টার দিকে দক্ষিণ দাউদপুর সীমান্তের ২৯০ মেইন পিলারের ৪ ও ৫নং সাব পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে ৪০-৪৫ জনের ভারতীয় চোরাকারবারীদের একটি দল দেখতে পায় বিজিবি। এ সময় বিজিবির টহল দল তাদের ধাওয়া করলে চোরাকারবারীরা বিজিবির উপর হামলা চালায়। এতে বিজিবি সদস্য নবাব আলী আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বিজিবি। ঘটনাস্থল থেকে ৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

এমদাদুল হক মিলন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।