মির্জাপুরে কেন্দ্র পরিদর্শক বহিষ্কার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৮

টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষা হলে এক পরীক্ষার্থীকে অনৈতিকভাবে সহযোগিতার অপরাধে মাহামুদুল হাসান নামে এক কেন্দ্র পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার ধর্ম পরীক্ষা চলাকালে মির্জাপুর ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়। তিনি উপজেলার উয়ার্শী ইউনিয়নের সিয়াম একাডেমির সহকারী শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ধর্ম পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থীকে এমসিকিউ প্রশ্নের উত্তর দাগিয়ে দেয়ার সময় মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন ওই শিক্ষককে হাতেনাতে ধরে ফেলেন এবং বহিষ্কার করেন। পরে এ বছর সকল পরীক্ষার দায়িত্ব পালন থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন বলেন, সবার সহযোগিতায় আমরা নকল মুক্ত সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করবো। এ কাজে ছাত্র-শিক্ষকসহ যেই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এস এম এরশাদ/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।