১২০ টাকার জন্য স্কুলছাত্রের আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:২৪ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৮

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১শ ২০ টাকার জন্য বাবার ওপর অভিমান করে শরিফুল ইসলাম (১৫) নামের এক স্কুলছাত্রের আত্মহত্যা ও শাহজাদপুরে রুবেল হোসেন (১৩) নামের এক মাদরাসা ছাত্রের রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোরে উল্লাপাড়া উপজেলার দহকুলা গ্রামে শরিফুল ইসলামের আত্মহত্যা ও শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাজারে ট্রাকচাপায় রুবেলের মৃত্যু হয়।

শরিফুল ইসলাম উল্লাপাড়া উপজেলার দহকুলা গ্রামের হায়দার আলীর ছেলে ও লাহিড়ী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং রুবেল হোসেন তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আড়ঙ্গাইল গ্রামের জামাল হোসেনের ছেলে ও আড়ঙ্গাইল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।

উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার জয়নুল আবেদীন জানান, শরিফুল গত রাতে বাবার কাছে ১শ ২০ টাকা চেয়েছিল। বাবা এই টাকা দিতে অস্বীকার করায় ভোর বেলায় সে তার ঘরের ধরনার সাথে রশি ঝুলিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় মামলা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, রুবেল হাসান শখের বসে তার বাবার সঙ্গে ভটভটি করে শাহজাদপুর যাচ্ছিল। পথে সকাল সাড়ে ৮টার দিকে তারা সরিষাকোল বাজার এলাকায় একটি দ্রুতগামী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইউসুফ দেওয়ান রাজু/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।