নেত্রকোনায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৪:১০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৮

নেত্রকোনায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ছোয়াব আলীকে মৃত্যুদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

রোববার নেত্রকোনার জেলা দায়রা জজ রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন। দণ্ডিত ছোয়াব আলীর বাড়ি সদর উপজেলার বর্শিকূড়া গ্রামে। রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন তিনি।

মামলার বিবরণে জানা যায়, ছোয়াব আলী সংসার চালানোর টাকায় নিয়মিত জুয়া খেলতেন। এর জেরে ২০১৬ সালের ২৬ এপ্রিল রাতে অন্তঃসত্ত্বা স্ত্রী শিল্পী আক্তারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শিল্পীকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী।

পরদিন শিল্পীর ভাই স্বপন মিয়া বাদী হয়ে ছোয়াব আলীর নামে থানায় মামলা করলে তাকে গ্রেফতার করে পুলিশ। আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন ছোয়াব। তদন্ত শেষে ওই বছরের ২৫ জুলাই পুলিশ ছোয়াব আলীর নামে আদালতে অভিযোগপত্র দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়। আজ সেই মামলার রায় দেন বিচারক।

কামাল হোসাইন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।