গাজীপুরে ভূমিধসে সড়ক যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১১:৫৭ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮

গাজীপুরের কাপাসিয়ায় কাপাসিয়া-শ্রীপুর আঞ্চলিক সড়কের দস্যু নারায়ণপুরে সড়ক ও সড়কের পাশে প্রায় দুই হাজার বর্গফুট জমি সমতল থেকে ১০ ফুট গভীরে দেবে গেছে। এতে কাপাসিয়া ও শ্রীপুরের সড়ক যোগাগাযোগ বন্ধ হয়ে গেছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এর আগে ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে একই স্থানে অনুরূপ ভূমি দেবে যাওয়ার ঘটনা ঘটেছিল।

স্থানীয়রা জানায়, সোমবার ভোরে আকস্মিকভাবে কাপাসিয়া-শ্রীপুর আঞ্চলিক সড়কের দস্যু নারায়ণপুর বাজারের পূর্বপাশে শীতলক্ষ্যা নদীর দক্ষিণ তীরে সড়ক ও সড়কের পাশের কলাবাগানসহ জমি সমতল থেকে প্রায় ১০ ফুট গভীরে দেবে গেছে। ১৬ ফুট প্রস্থের সড়কসহ দেবে যাওয়া জমির দৈর্ঘ্য প্রায় ৬০০ ফুট এবং প্রস্থ প্রায় ৩০০ ফুট। দেবে যাওয়া অংশে পাকা সড়ক, কলা বাগান ও অন্যান্য ফলবান ও নদীর তীর বৃক্ষ রয়েছে। এছাড়া এর দক্ষিণ পাশে কয়েকটি বসতবাড়িও রয়েছে। এ ঘটনার পর থেকে কাপাসিয়া ও শ্রীপুরের সড়ক যোগাগাযোগ বন্ধ হয়ে গেছে।

এর আগে ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে একই স্থানে অনুরূপ ভূমি দেবে যাওয়ার ঘটনা ঘটেছিল। পরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সড়কটি মাটি ভরাট করে মেরামত করে এবং স্থানীয়রা মাটি ফেলে জমি কিছুটা উঁচু করেছিল। প্রায় ১৫ বছর পর একই স্থানে প্রায় একই সময়ে ভূমি দেবে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

খবর পেয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাকছুদুল ইসলাম ও কাপাসিয়া থানার ওসি মো. আবু বকর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।