শুরু হলো ৮শ’ বছরের মেলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮

কিশোরগঞ্জের কটিয়াদীতে শুরু হয়েছে প্রায় ৮শ’ বছরের পুরোনো ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা। আধ্যাত্মিক সাধক শাহ শামসুদ্দিন বুখারী (রহ.) এর মাজারে ওরস উপলক্ষে সোমবার থেকে এ মেলা শুরু হয়।

মুমুদিয়া এলাকায় মাজার প্রাঙ্গনে সাতদিনব্যাপী ব্যতিক্রমী এ মেলায় রকমারি পণ্য, নানা প্রজাতি আর বড় আকারের মাছ দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে। রীতি অনুযায়ী এ মেলা থেকে মাছ কিনে তবেই শ্বশুর-বাড়ি যাবেন জামাইরা। মেলাকে ঘিরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে পুরো এলাকায়।

খেলনা, বাতাসা, মুড়ি-মুড়কি, প্রসাধনী, কাঠের আসবাবপত্র, হাড়ি-পাতিল থেকে শুরু করে সব কিছুই মিলবে এ মেলায়। সকাল থেকে গভীররাত পর্যন্ত হাজারও আগন্তুকের ভিড়ে মুখর মেলা প্রাঙ্গণ। কেউ নাগরদোলায় চড়ছেন, কেউ দেখছেন কার রেস আবার কেউবা মত্ত কেনাকাটায়। অনেকে আসছেন, প্রিয়জনকে সঙ্গে নিয়ে। কিনছেন পছন্দের জিনিস। আর মেলায় আসা শিশুদের যেন আনন্দের কমতি নেই।

তবে সবকিছু ছাপিয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে মেলায় বসা মাছের বাজার। এলাকার রীতি অনুযায়ী জামাইরা মেলা থেকে সবচেয়ে ভালো ও বড় আকারের মাছটি কিনে তবেই যাবেন শ্বশুর-বাড়িতে। তাই দেশের নানা এলাকা থেকে ব্যবসায়ীরা মাছের পসরা সাজিয়ে বসেছেন। আর দাম যাই হোক হাতের কাছে বিশাল আকারের তাজা মাছ পেয়ে খুশি ক্রেতারাও।

এদিকে মেলায় আগত বাউল সাধকদের আধ্যাত্মিক গানে-সুরের মূর্ছনায় সৃষ্টি করছে এক ভিন্ন আবহ। দূর-দূরান্তের বাউলরা মেলা উপলক্ষে একানে অস্থায়ী আবাস গেড়েছেন।

kishor

জানা গেছে, প্রায় ৮শ’ বছর আগে ইসলাম ধর্ম প্রচারের জন্য জেলার কটিয়াদী উপজেলার কুড়িখাই এলাকায় আসেন হযরত শাহ শামসুদ্দিন আওলিয়া সুলতানুল বুখারী (রহ:)। তিনি ছিলেন ১২ আউলিয়াদের একজন। আধ্যাত্মিক সাধক শাহ শামছুদ্দীন বুখারীর মাজারে ওরসকে ঘিরে প্রতি বছর মাঘ মাসের শেষ সোমবার থেকে সপ্তাহব্যাপী এ মেলার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে মেলা পরিচালনা কমিটি এ উৎসব দেখভাল করে থাকেন। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে মেলায় প্রতিদিন লাখো মানুষের সমাগম ঘটে। তাই মেলার সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে। মেলায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পাশাপাশি মাজার কমিটি ও এলাকার স্বেচ্ছাসেবকরা কাজ করছে।

কুড়িখাই মেলায় শেষ দু’দিন অনুষ্ঠিত হবে বউ মেলা। ওই দু’দিন দিন মেলায় কেনাকাটা করতে আসবেন শুধু নারীরা। মেলা শেষ হবে আগামী ১৩ ফেব্রুয়ারি।

নূর মোহাম্মদ/এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।