ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল সম্পাদকসহ গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:০১ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টাকালে শহরের আনন্দবাজার নৌকাঘাট থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার অন্যরা হলেন- শহরেরর দক্ষিণ মোড়াইল ওয়ার্ড বিএনপির সভাপতি ও ওয়ার্ড কমিশনার মো. ফারুক, যুবদলের যুগ্ম আহ্বায়ক উসমান ও টিপু।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

আজিজুল সঞ্চয়/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।