আ.লীগ প্রার্থীর পক্ষে প্রচারণা, বিএনপি নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১১:৫৫ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেয়ার অভিযোগে সৈয়দ নওশাদ উল্লাহ নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে বহিষ্কার করে গণমাধ্যমে বিবৃতি দেয় নাসিরনগর উপজেলা বিএনপি। বহিষ্কৃত নওশাদ ওই উপজেলার গোকর্ণ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।

নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের কাছে অভিযোগ ছিল সৈয়দ নওশাদ উল্লা আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় নিয়মিত অংশ নিচ্ছেন। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে আওয়ামী লীগ প্রার্থীর প্রচরণায় নওশাদের ছবি দেখা গেছে। এরই প্রেক্ষিতে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সম্প্রতি তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সঙ্গে বিভিন্ন প্রচার প্রচারণা ও গণসংযোগ করে আসছিলেন যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ মিডিয়ায় নিয়মিত প্রচারতি হয়েছে। এতে আমাদের দলের ভাবমূর্তি ব্যাপক ভাবে নষ্ট হচ্ছে।

তবে এ ব্যাপারে বক্তব্য জানতে সৈয়দ নওশাদ উল্লাহর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।

আজিজুল সঞ্চয়/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।