গাজীপুরের আগুন নিয়ন্ত্রণে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় কয়েকটি ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন সেখানে ডাম্পিং বা ময়লা সরানোর কাজ চলছে। রোববার দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল সোয়া ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গাজীপুরের কোনাবাড়ী নতুন বাজার এলাকায় সেলিম হোসেন ও আব্দুস সালাম খানেরসহ ৭-৮টি ঝুট (কারখানার পরিত্যাক্ত মালামাল) গুদাম রয়েছে।

সকালে ব্যবসায়ী আব্দুস সালাম খানের গুদাম ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা আশপাশের গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর, কাশিমপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

এরআগে গত ১ ও ২ ফেব্রুয়ারি কোনাবাড়ি এলাকায় একই কায়দায় ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন ওই অগ্নিকাণ্ডে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছিল।

আমিনুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।